ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মরক্কোর সরকার বিরোধী মিছিলে শত শত মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১১
মরক্কোর সরকার বিরোধী মিছিলে শত শত মানুষ

রাবাত: মরক্কোর পার্লামেন্ট ভবনের সামনে রোববার শত শত তরুণ গণতন্ত্রের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি, দেশের বিদ্যমান আইন ও রাজনীতির আমূল সংস্কার করতে হবে।

খবর এএফপির।

আরব বিশ্বের তিউনিসিয়া, লিবিয়া, মিশরের মতোই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সহায়তায় বিক্ষোভকারীরা একত্রিত হন। তারা মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে রাজধানী রাবাতের মধ্যাঞ্চলে জড়ো হন। আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শনের আগে জয়সূচক চিহ্ণ প্রদর্শন করে। এরপর মিছিলটি সংঘবদ্ধ হয়ে পার্লমেন্ট ভবনের দিকে যায়।

এদিকে, মরক্কোর আরেক বৃহৎ শহর কাসাব্লাঙ্কাসহ বিভিন্ন এলাকায় তরুণরা গণতন্ত্রের দাবিতে সরকার বিরোধী মিছিল করেছে। তারা মিছিল করার সময় তারা ‘মর্যাদা’ এবং ‘সামাজিক ন্যায় বিচার’ লেখা প্ল্যাকার্ড বহন করে।

গণতন্ত্রের দাবিতে তরুণ কর্মীরা আগামী ২০ মার্চ আবারও ফেসবুকের মাধ্যমে সরকার বিরোধী মিছিলের ডাক দিয়েছে।

দেশটির বাদশাহ  ষষ্ঠ মোহাম্মেদ গত সপ্তাহে ইউনিয়ন নেতাদের বলেন, তিনিও সংস্কার চান। তবে কোন কোন বিষয়ে সংস্কার করা হবে তা উল্লেখ করেননি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।