ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজার একমাত্র পাওয়ার প্লান্টে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪
গাজার একমাত্র পাওয়ার প্লান্টে ইসরায়েলের হামলা

গাজায় পাওয়ার প্লান্টে হামলা করেছে ইসরায়েল। মঙ্গলবার ঈদের রাতে হামাস নিয়ন্ত্রিত একমাত্র পাওয়ার প্লান্টে হামলা চালায় ইসরায়েল।

এসময় ঘটনাস্থল আকাশে ঘন-কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ আরো ‘দীর্ঘায়িত’ করার হুমকি দেওয়ার পরের দিনই এই হামলার ঘটনা ঘটল।

রাতভর ইসরায়েলি বাহিনী শীর্ষ হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ি ও আল-আকসা স্যাটেলাইট স্টেশন ও একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে।

গাজার বিদ্যুৎ সরবরাহ কোম্পানির মুখপাত্র জামাল দারদাসয়ানি বলেন, পাওয়ার প্লানটির তিনটি ফুয়েল ট্যাংকের মধ্যে দুটিতে ট্যাংক শেলের আঘাত হানার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় অনেক দূর থেকে বিশাল আকারের আগুন-ধোঁয়া চোখে পড়ে।

তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে ১৫ জন আটকা পড়ে আছেন। পাওয়ার প্লানটি মেরামতে কয়েকমাস সময় লাগবে। এখন গাজাবাসী বিদ্যুতহীন দিনাতিপাত করছেন।

এছাড়া তাৎক্ষণিভাবে আর কোনো হতাহতদের প্রমাণ পাওয়া যায়নি।

ইসরায়েলি বাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিটার লার্নার, প্লান্টে হামলার বিষয়ে কিছুই বলেননি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।