ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১
তিউনিসিয়ায় নতুন প্রধানমন্ত্রী

তিউনিস: নতুন করে সহিংসতার জের ধরে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ঘানুচির পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক মন্ত্রী বেজি সাইদ ইসেবসি। বিক্ষোভের মুখে মুহাম্মদ ঘানুচি রোববার পদত্যাগ করেন।

খবর এএফপির।

এর আগে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশটির বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পাঁচজন নিহত হয়।

ঘানুচির পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করলে রাজধানী তিউনিসে নিরাপত্তাবাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ফুয়েদ মেবাজা, ৮৪ বছরের সাইদ ইসেবসিকে রোববার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, ‘আমি সাইদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেই, তিনি আমার অনুরোধ রক্ষা করে দায়িত্ব নিতে সম্মত হন। ’

পদত্যাগ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে ঘানুচি বলেন, ‘গভীরভাবে চিন্তা-ভাবনা করে এবং পরিবারের সঙ্গে কথা বলে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ’

উল্লেখ্য, ২৩ বছর মতায় আঁকড়ে থাকা শাসক জাইন আল-আবেদিন বেন আলির সরকারের মন্ত্রীদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে অপসারণের দাবিতে দেশটিতে নতুন করে এ বিক্ষোভ শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।