ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চাদে নির্বাচনে ক্ষমতাসীন দল জয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১
চাদে নির্বাচনে ক্ষমতাসীন দল জয়ী

নজামিনা: মধ্য আফ্রিকার দেশ চাদে সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি ইতনোর দল এবং তার মিত্ররা পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। সোমবার নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়।

গত ১৩ ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জাতীয় স্বাধীন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইয়ায়া মাহমাত লিগিতা বলেন, সংবিধান পরিষদের ১৮৮টি আসনের মধ্যে প্যাট্রিয়োটিক স্যালভেশন মুভমেন্ট (এমপিএস) পেয়েছে ১৩৩টি আসন।

আফ্রিকার তেল সমৃদ্ধ চাদে ৪৮ লাখ জন নাগরিক ভোট দেন। লিগিতা বলেন, ৫৬ শতাংশ ভোটে ডেবির দল জয়ী হয়েছে। তিনি জানান, প্রধান বিরোধী দল ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি পেয়েছে ১১টি আসন।

ডেবি ১৯৯০ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করেন। পরবর্তীতে তিনি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন।

আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ চাদ। এখানে ইউরেনিয়াম এবং সোনার মতো খনিজসম্পদ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত দরিদ্রতা, অভাব এবং অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যেই মানুষ বাস করে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।