ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় মানবাধিকার লংঘনের তদন্ত করবে আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১
লিবিয়ায় মানবাধিকার লংঘনের তদন্ত করবে আইসিসি

হেগ: লিবিয়ায় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের প্রাথমিক তদন্তের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশনা অনুযায়ী আদালতের একজন কৌঁসুলি সোমবার এ ঘোষণা দেন।



হল্যান্ডের শহর হেগে কৌঁসুলি লুইস মরেনো-ওকাম্পো সাংবাদিকদের জানান, সম্প্রতি লিবিয়াতে বেসামরিক জনগণের ওপর নিরাপত্তা বাহিনীর ব্যাপক ও পরিকল্পিত হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত লিবিয়াতে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের পূর্ণ তদন্ত শুরু করা যায় কি না আদালতের কৌঁসুলিরা তা চিন্তা-ভাবনা করে দেখছেন।

এর আগে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আইসিসিকে লিবিয়ায় মানবাধিকার লংঘনের বিষয়ে তদন্তের নির্দেশ দেয়।

চার দশকেরও বেশি সময় ক্ষমতা আঁকড়ে থাকা লিবীয় একনায়ক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগ দাবিতে গত কয়েক সপ্তাহ থেকেই বিক্ষোভ করে আসছে সাধারণ জনগণ।

বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে আন্দোলন সহিংস রূপ নেয়। সহিংসতায় প্রায় তিন হাজার বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, লিবিয়াতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। প্রায় এক লাখ মানুষ (যাদের বেশির ভাগই অভিবাসী শ্রমিক) পার্শ্ববর্তী উত্তর আফ্রিকার দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।