ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘ স্কুলে ফের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
গাজায় জাতিসংঘ স্কুলে ফের হামলা ছবি : সংগৃহীত

ঢাকা: আবারও ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে স্কুলের আশ্রয়কেন্দ্রটিতে থাকা সাত জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে।

স্কুল আশ্রয়কেন্দ্রটিতে কয়েকশ লোক আতঙ্কে দিনাতিপাত করছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার ইসরায়েলি হামলায় এ নিয়ে ৩০ জন নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ১৭৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় দশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।

এর আগে, গত ২৪ জুলাই জাতিসংঘের একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ওই বর্বর হামলায় স্কুলটিতে আশ্রয় নেওয়া ৩০ উদ্বাস্তু নিহত হয়। আহত হয় প্রায় শতাধিক লোক।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।