ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওমানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১
ওমানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সোহার: ওমানের রাজধানী মাসকটের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্দরনগরী ও প্রধান শিল্প এলাকা সোহারে সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর এএফপির।



শত শত বিক্ষোভকারী পার্শ্ববর্তী পুলিশ স্টেশনে হামলা চালালে এ সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ বিক্ষোভকরীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একইদিন কয়েকশ বিক্ষোভকারী সোহারের সমুদ্রবন্দর অবরোধ করে রেখেছে। তারা এখানে কোনো যানবাহন ঢুকতে বা বের হতে দিচ্ছে না। বন্দরের প্রবেশ মুখে অবস্থান নেওয়া কিছু বিক্ষোভকারী প্রায় ৭০০ ট্রাক জব্দ করেছে বলে জানা গেছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের সব মন্ত্রীর দুর্নীতির বিচার দাবি করেন। ভূমিকর ও স্বাস্থ্য খাতসহ সব ধরনের কর প্রত্যাহারের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।