ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিজ নামের ট্রেডমার্ক চেয়েছেন অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১১
নিজ নামের ট্রেডমার্ক চেয়েছেন অ্যাসাঞ্জ

লন্ডন: গোপন মার্কিন কূটনৈতিক নথি প্রকাশ করে বিশ্বব্যাপী হইচই ফেলে দেওয়া ভিন্নধারার গণামাধ্যম উইকিলিকসের এডিটর-ইন-চিফ জুলিয়ান অ্যাসাঞ্জ নিজের নামের ‘ট্রেডমার্ক’ চেয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।



জনসাবেশে বক্তৃতা এবং বিনোদন সেবায় যথেচ্ছা ব্যবহার থেকে রক্ষা পেতেই তিনি এ আবেদন করেছেন।

অ্যাসাঞ্জ বর্তমানে যৌন হয়রানি ও ধর্ষণ মামালায় সুইডেনে প্রত্যার্পণের বিরুদ্ধে ইংল্যান্ডের আদালতে লড়ছেন। সম্প্রতি আদালতের প্রত্যার্পণ আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। ৩ মার্চে এর রায় ঘোষণার কথা রয়েছে। এদিন যদি আদালত আবারও তার বিরুদ্ধে রায় দেয়, তাহলে বিচারের জন্য সুইডেনের কাছে হস্তান্তরে আর কোনো বাধা থাকবে না।

উল্লেখ্য, অ্যাসেঞ্জই সর্বশেষ ব্যক্তি যিনি নিজের নামের ট্রেডমার্ক চাইলেন। এর আগে যুক্তরাষ্ট্রের আলোচিত আলাস্কা অঙ্গরাজ্যের গভর্নর সারা পেলিন নিজের এবং মেয়ে ব্রিস্টল পেলিনের জন্য এরকম নামের সুরক্ষা চেয়ে আবেদন করেন।

লন্ডনভিত্তিক আইনী প্রতিষ্ঠান ‘ফাইনার স্টিফেন ইনোসেন্ট’-এর মাধ্যমে জুলিয়ন অ্যাসাঞ্জ গত ১৪ ফেব্রুয়ারি ট্রেডমার্কের আবেদন করেন। যদি তার আবেদন গ্রহণ করা হয় তাহলে তিনি ‘সংবাদ সেবা’, ‘সাংবাদিকতা’, ‘প্রচারণা ও প্রকাশনা’ এবং ‘শিক্ষা সেবা’ ক্ষেত্রে তিনি তার নামে ট্রেডমার্ক পাবেন।

অ্যাসাঞ্জের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে বারবার তিনি তা প্রত্যাখ্যান করে আসছেন। ফেব্রুয়ারি প্রথম দিকে তিনি অভিযোগ করেন, গত বছরের আগস্টে তার বিরুদ্ধে যেসব অভিযোগ গঠন করা হয়েছে, তা তার জীবনে ‘ব্ল্যাক বক্স’ সেঁটে দিয়েছে। অ্যাসাঞ্জ বলেন, এর ভেতরে কিছুই পাওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।