ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গুজরাট দাঙ্গার রায়

১১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২০ ব্যক্তির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১, ২০১১
১১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২০ ব্যক্তির

আহমেদাবাদ: গুজরাট রাজ্যে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। ২০০২ সালে অগ্নিসংযোগের এ ঘটনায় মুসলিম বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়লে প্রায় ২০০০ লোক নিহত হয়।

খবর আইএএনএস ও এএফপির।

গত সপ্তাহে ষড়যন্ত্র ও হত্যার অভিযোগে ৩১ জন আসামীকে দোষী সাব্যস্ত করা হয়। গুজরাটের গোধরা রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় ট্রেনে অবস্থান নেওয়া ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়।

এরপর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গায় প্রায় দুই হাজার লোক নিহত হয়। অনেকে ভিটেমাটি ছেড়ে পালিয়ে যায়। তারা এখনো ফেরেনি।

২০০২-এর পর এ দাঙ্গার ঘটনায় মোট ৯৪ জনকে আটক করা হয়। তবে গত সপ্তাহে ৬৩ জনকে বিনাদোষে মুক্তি দেওয়া দেন আহমেদাবাদের একটি আদালত।

হিন্দুদের দাবি, গোধরার ট্রেনে হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং আদালত তাদেও দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এর আগে, একটি জাতীয় তদন্তে দেখা যায়, এটি দুর্ঘটনা মাত্র। তবে সরকারের ভিন্ন তদন্তে অমিল পাওয়া গেছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধান বিরোধী দল বিজেপির নেতা নরেন্দ্র মোদির বিরুদ্ধে দাঙ্গা বন্ধ করতে ব্যর্থতার অভিযোগ আনা হয়। দাঙ্গায় তিনি উৎসাহ দিয়েছেন এমন অভিযোগও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।