ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় হামলা করবে যুক্তরাষ্ট্র: শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১, ২০১১
লিবিয়ায় হামলা করবে যুক্তরাষ্ট্র: শ্যাভেজ

কারাকাস: লিবিয়ার তেল সম্পদ দখলে নিতে যুক্তরাষ্ট্র ত্রিপোলিতে হামলা চালাতে চায়। সোমবার এ মন্তব্য করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

খবর এএফপির।

একইসঙ্গে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে কোনো নিন্দা জানাবেন না বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, তিনি গাদ্দাফিকে হত্যাকারী হিসেবে চেনেন না।

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি হুগো শ্যাভেজের একজন ঘনিষ্ঠ বন্ধু। সোমবার তিনি বলেন, গাদ্দাফিকে তিনি হত্যাকারী হিসেবে নিন্দা করতে পারেন না। তিনি তাকে একজন ভালো বন্ধু হিসেবেই কেবল চেনেন।

শ্যাভেজ বলেন, ‘সবাই গাদ্দাফিকে হত্যাকারী বলে নিন্দা করছে, শ্যাভেজ কি এটা করতে পারে?’ রাজধানী কারাকাসে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান বাহিনী লিবিয়ার পার্শ্ববর্তী কোনো অঞ্চলে ঘাঁটি গড়তে রওনা দিচ্ছে। পশ্চিমের অন্য দেশগুলোও লিবিয়ায় সামরিক হামলার পরিকল্পনা করছে।

শিক্ষার্থীদের প্রতি শ্যাভেজ জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা লিবিয়ায় আক্রমণের জন্য প্রস্তুত। আর সব ইউরোপীয় দেশই লিবিয়ার নিন্দা জানিয়েছে। তারা কী চায়? লিবিয়ার তেল। ’

গাদ্দাফি গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছেন এমন মন্তব্য করে গত বৃহস্পতিবার শ্যাভেজ লিবিয়ার স্বাধীনতার প্রশংসা করেন। তিনি বলেন, ‘লিবিয়া ও তার স্বাধীনতার দীর্ঘজীবী হোক। ‘ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে তিনি এ মন্তব্য করেন। গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া বিক্ষোভের প্রতিক্রিয়ায় তিনি এই প্রথম আলোচনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।