ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে শিশুর বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
ভারতে শিশুর বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর

ঢাকা: ভারতে শিশুর বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করা হচ্ছে। বুধবার এ সংক্রান্ত একটি সংশোধনী আইন অনুমোদন করে দেশটির মন্ত্রিসভা।

আইনটি পাসের জন্য এখন জাতীয় সংসদে (লোকসভায়) পাঠানো হবে।

প্রস্তাবিত এ সংশোধনী আইন পাস হলে ১৬ বছরোর্ধ্ব গুরুতর অপরাধীদের (যেমন ধর্ষক) শিশু সংশোধন কেন্দ্রে পাঠানো হবে নাকি সাধারণ আদালতে বিচারের মুখোমুখি করা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে শিশু বিচার বোর্ড।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায, বুধবার মন্ত্রিসভায় ‘শিশু বিচার (শিশু যত্ন ও সুরক্ষা) আইন, ২০০০’ এর সংশোধনী উত্থাপিত হলে সেটা সর্বসম্মতিক্রমে পাস হয়।

মনে করা হচ্ছে, ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের ঘটনার পরই মূলত শিশু বিচার আইনটি ‍আলোচনায় আসে। সেসময় এক অপরাধী চলমান আইনে শিশু বিবেচিত হওয়ায় তাকে শিশু বিচার আইনের মুখোমুখি করা হয়, এ কারণে ধর্ষণের মতো গুরুতর অপরাধ করলেও তাকে তিন বছরের সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।