ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০১১
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত উইকিলিকস

অসলো: সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। একইসঙ্গে আরব বিশ্ব জুড়ে চলমান বিক্ষোভের প্রধান ব্যক্তিদেরও রেকর্ড ২৪১ জনের এ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

নোবেল কমিটির পরিচালক গেইর লানডেসটাড বার্তাসংস্থা এএফপিকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

গত ৫০ বছর ধরে এ পুরস্কারের মনোনীতদের তালিকা গোপন রাখা হলেও এবারই প্রথম এ সম্পর্কে আভাস দেওয়া হয়।

লানডেসটাড বলেন, ‘আমরা এ পর্যন্ত এমন কিছু প্রস্তাব পেয়েছি যা তিউনিসিয়া, মিশর এবং লিবিয়ার পরিস্থিতির প্রতিফলন। ’

মূলত বিশ্বের বিভিন্ন দেশের সংসদ, সরকারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাবেক নোবেল জয়ী এবং বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যসহ হাজার হাজার মানুষ এ পুরস্কারের জন্য তাদের নাম জমা দিতে পারেন। আর এ বছরের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার শেষ তারিখ ছিলো ২৮ ফেব্রুয়ারি।

তবে নোবেল কমিটিও মনোনয়নের জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের অধিকার রাখে। এ বিষয়ে সোমবার তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

গত বছর এ পুরস্কারের জন্য মনোনীতের সংখ্যা ছিলো ২৩৭ জন, যা তখনকার সময়ের জন্য ছিলো একটি রেকর্ড।

দুর্নীতি, যুদ্ধাপরাধ এবং নিপীড়ন বিষয়ে ভূমিকার জন্য গত মাসে নরওয়ের সংসদ সদস্য স্নোরে ভালেইন সাবেক অস্ট্রেলিয় হ্যাকার এবং উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জকে মনোনীত করেন।    

এছাড়া রাশিয়ার মেমোরিয়াল নামের একটি এনজিও এবং এর প্রতিষ্ঠাতা সেভতলানা গানুস্কিনা দেশটিতে মানবাধিকার বিষয়ক অবদানের জন্য এ তালিকায় আছেন বলে জানা যায়।  

একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যারি রবার্টস এবং ভিন্ট কের্ফ এবং ব্রিটেনের টিম বের্নেস লিও এ তালিকায় আছেন। তাদেরকে ইন্টারনেটের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল, লিবিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সিরলিফ, কিউবার ভিন্নমতাবলম্বী ওসওয়ালডো পায়া সারডিনাস, ডাক্তার ডেনিস মুকয়েজে, চীনের ভিন্নমতাবলম্বী রেবিয়া কাদের, ক্যাথলিক সম্প্রদায়ের স্যন্নাসী এজিদিয়ো এবং আফগান মানবাধিকার কর্মী সিমা সামারও মনোনীতের এ তালিকায় আছেন।  

চলতি বছরের অক্টোবর মাসের প্রথমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং ১০ ডিসেম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।