ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নকলবাজ জার্মান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মার্চ ২, ২০১১
নকলবাজ জার্মান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

বার্লিন: নিজের ডক্টরেট থিসিসে নকলবাজির অভিযোগে জার্মান প্রতিরক্ষামন্ত্রী কার্ল থিওডোর জু গুটেনবার্গ পদত্যাগ করেছেন।

২০০৬ সালে মন্ত্রী জার্মানির বেইরিউথ বিশ্ববিদ্যালয় থেকে ওই ডক্টরেট ডিগ্রি লাভ করেন।



গবেষকরা খুঁজে বের করেন ৪৫৭ পৃষ্ঠার তার সেই ডক্টরাল থিসিসের প্রায় অর্ধেকেরও বেশি অংশ কোনোরকম পরিবর্তন, পরিবর্ধন ও স্বীকারোক্তি ছাড়াই সরাসরি বিভিন্ন জনের লেখা থেকে নেয়া হয়েছে।

একটি জার্মান পত্রিকার মঙ্গলবারের প্রতিবেদনে জানা যায়, গত মঙ্গলবার পর্যন্ত ৫১ হাজার ৫০০ জার্মান একাডেমি মন্ত্রীর এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে পাঠানো একটি চিঠিতে স্বাক্ষর করেছে।

এই ন্যাক্কারজনক কাজের জন্য গুটেনবার্গ ইতিমধ্যে জার্মান গণমাধ্যমে “ব্যারন কাট এন্ড পেস্ট” “জু কপিবার্গ” এবং “জু গুগলবার্গ” বিশেষণে ভূষিত হয়েছেন।

তারপরও জার্মানীর চ্যান্সেলর তাকে সমর্থন দিয়ে আসছিলেন। গুটেনবার্গ জার্মানির বর্তমান ক্ষমতাসীন জোটের পরবর্তী সম্ভাব্য চ্যান্সেলর প্রার্থী ছিলেন।

“এটি আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অংশ”- মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এভাবেই কাট পেস্ট মন্ত্রী নিজের দোষ স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ০৭০২ ঘন্টা, ০২ মার্চ, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।