ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার উদ্দেশে সুয়েজখালে দুটি মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২, ২০১১
লিবিয়ার উদ্দেশে সুয়েজখালে দুটি মার্কিন যুদ্ধজাহাজ

কায়রো: লিবিয়ার পথে দুটি মার্কিন যুদ্ধজাহাজ মেরিন সেনা ও যুদ্ধসরঞ্জামসহ বুধবার সুয়েখ খালে প্রবেশ করেছে। খবর এএফপির।



মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে।

সুয়েজ খালের কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইউএসএস পিয়ারসার্জ ও ইউএসএস পন্স নামের দুটি রণতরী বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় দক্ষিণ দিক দিয়ে সুয়েজ খালে প্রবেশ করেছে। এ মুহূর্তে রণতরী দুটি ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ’

খাল অতিক্রম করতে একটি জাহাজের গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় প্রয়োজন হয়। কিয়ারসার্জ রণতরীতে প্রায় ৮০০ মেরিন সেনা রয়েছে। এতে থাকা হেলিকপ্টার, চিকিৎসা সরঞ্জাম লিবিয়ায় মানবিক সহায়তা ও সামরিক অভিযানে ব্যবহার করা হবে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মর্কতা মঙ্গলবার বলেন, ‘আমরা অবশ্যই লিবিয়ার লিবিয়ার কাছাকাছি রণতরী ভেড়াব। ’ তিনি আরও বলেন, ‘কিয়ারসার্জেও মতো রণতরী নানা ধরনের অভিযান পরিচালানায় সমর্থ। ’

এছাড়া যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ লিবিয়ার উদ্দেশে রওনা হয়েছে। এতে বেশ কতক যুদ্ধজাহাজ রয়েছে। এ মুহূর্তে বিমানবাহী রণতরীটি লোহিত সাগরে অবস্থান করছে বলে মার্কিন নৌবাহিনীর ওয়েবসাইটে জানানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পশ্চিমা বিশ্বের নেতারা ৪২ বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগ দাবি করেছেন। তবে গাদ্দাফি দাবি করেছেন, ‘আমি পদত্যাগ করব কিভাবে? আমার তো কোনো পদই নেই। ’

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০২, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।