ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির অপরাধ তদন্ত করবে আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১১
গাদ্দাফির অপরাধ তদন্ত করবে আইসিসি

হেগ: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি, তার কয়েকজন ছেলে ও জেষ্ঠ্য সহযোগীদের মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য তদন্ত করবে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। সংস্থাটির প্রধান কৌঁসুলি লুইস মরেনো-ওকাম্পো বৃহস্পতিবার এ তথ্য জানান।

খবর বিবিসির।

তিনি আরও বলেন, বেসামরিক নাগরিকের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানো কারোরই অধিকার নেই।

লিবিয়ায় গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে কয়েক হাজার লোক নিহত হয়েছে বলে জানা গেছে। নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ একই তথ্য জানিয়েছে।

গত বুধবার সকালে ব্রেগা শহরের তেল টার্মিনালে গাদ্দাফির সশস্ত্র বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর বিমান হামলা চালায়। ওই শহরে এর আগের দিন বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত হয়।

মরেনো-ওকাম্পো বলেন, ‘কর্নেল, তার অভ্যন্তরীণ চক্র (বাহিনী) ও তার কয়েকজন ছেলের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হবে।

তিনি বলেন, ‘কৌঁসুলিদের কার্যালয় থেকে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘর্ষে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’ কারণ গাদ্দাফি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছেন। তবে ওই কৌঁসুলি বলেছেন, বিক্ষোভকারীরা কোনো অপরাধ করেছেন কি না তাও তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়; ১৯৫৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।