ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহীদের ভয় দেখাতে বোমা নিক্ষেপ করা হয়েছে: গাদ্দাফির ছেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মার্চ ৪, ২০১১
বিদ্রোহীদের ভয় দেখাতে বোমা নিক্ষেপ করা হয়েছে: গাদ্দাফির ছেলে

ত্রিপোলি: সরকার বিরোধী বিক্ষোভকারীদের স্রেফ ভয় দেখাতেই লিবিয়ার ব্রেগা অঞ্চলে বোমা নিক্ষেপ করা হয়েছে। গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম ব্রিটেনের সংবাদমাধ্যম স্কাই নিউজকে বৃহস্পতিবার রাতে এ কথা বলেছেন।

খবর এএফপির।

সাইফ বলেন, ‘বিদ্রোহীদের ভয় দেখিয়ে সরিয়ে দিতেই বোমা নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের ওই স্থানে কোনো শহর ছিল না। সেখান থেকে ব্রেগা মহর কয়েক মাইল দূরে। ওই স্থানে কেবল তেল শোধনাগার ছিল। ’

এই বক্তব্যের মাধ্যমে সাইফ একটি বিষয় পরিষ্কার করেছেন: তেলের বন্দর ব্রেগাকে বিদ্রোহীদের কব্জায় না দিতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘ব্রেগা তেল ও গ্যাসের কেন্দ্রস্থল। আমরা সবাই, আমাদের খাওয়া-দাওয়া, আমাদের বেঁচে থাকা ব্রেগাকে কেন্দ্র করেই। ব্রেগা ছাড়া ৬০ লাখ মানুষের কোনো ভবিষ্যত নেই। কারণ সেই অঞ্চল দিয়েই আমরা সব তেল রপ্তানি করি। ’

সাইফ আরও বলেন, ‘সেখানে জঙ্গিরা অবস্থান নিয়েছে। তারা নিজেদের ভিডিও করছে। ভারি অস্ত্রশস্ত্র ও তিনটি ট্যাংক নিয়ে তারা সেখানে যায়। এতেই বিপদ সংকেত পেয়েছি। আপনারা ওই বন্দরের নিয়ন্ত্রণ নিতে পারবেন না। আমাকে মাফ করবেন। ’

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।