ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সমাজে বিদ্যমান অসন্তুষ্টির কথা স্বীকার করল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ৫, ২০১১
সমাজে বিদ্যমান অসন্তুষ্টির কথা স্বীকার করল চীন

বেইজিং: চীনের অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি এবং অন্যান্য সমস্যা নিয়ে সমাজে বিদ্যমান বিস্তৃত অসন্তুষ্টির কথা স্বীকার করলেন চীনের প্রেসিডেন্ট ওয়েন জিয়াবাও। একইসঙ্গে জনগণের চাহিদা পূরণে তার সরকার কঠোর পরিশ্রম করবে বলেও শনিবার অঙ্গীকার করেন তিনি।



বার্ষিক ১০ দিনব্যাপী সংসদ অধিবেশনের রাষ্ট্রীয় বক্তৃতায় (স্টেট অব দ্য নেশন) জিয়াবাও দেশে বিদ্যমান সমস্যার সমাধানে ব্যর্থ হওয়ার দায় স্বীকার করেছেন।

এসব সমস্যার মধ্যে তিনি খাদ্য নিরাপত্তা, দুর্নীতি, গৃহায়ণ, দ্রব্যমূল্যের উচ্চগতিসহ জনগণকে তাদের ভূমি থেকে অবৈধভাবে উচ্ছেদের কথা উল্লেখ করেন।

বেইজিংয়ের কেন্দ্রস্থলের গ্রেট হলে ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) প্রায় তিন হাজার প্রতিনিধির সামনে জিয়াবাও বলেন, ‘চীনের সরকার অবশ্যই জনগণের মধ্যে সৃষ্ট অসন্তোষ দূর করার উদ্দেশ্যে কার্যকরভাবে সব সমস্যার সমাধানের চেষ্টা করে যাবে। ’ তিনি বলেন, ‘জনগণের সন্তুুষ্টি অর্জনে আমরা দ্রুত সমস্যার সমাধানে দেশ ও জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ। ’

মূলত একই ধরনের সমস্যার কারণে আরব বিশ্বে জেগে উঠা অসন্তোষ চীনের জন্য বর্তমানে উদ্বেগের কারণ হিসেবে দেখা দিয়েছে।

জিয়াবাও খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য, গৃহায়ণ এবং অন্যান্য সমস্যা সমাধানে তার কমিউনিস্ট সরকার লড়াই করবে বলে অঙ্গীকার করেন। তবে একইসঙ্গে এসব সমস্যা সামাজিক স্থিতিশীলতা বা সংহতি বিনষ্ট করবে বলেও সতর্ক করে দেন তিনি।  

বেশ দশক ধরে রপ্তানি নির্ভর অর্থনীতি চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে পরিণত করেছে। কিন্তু সরকার দেশের প্রায় ১৩ কোটি জনগণের মধ্যে এ সম্পদের সুষম বণ্টনে ব্যর্থ হয়েছে। ফলে দেশটিতে আয়ের ক্ষেত্রে দেখা দিয়েছে বড় ধরনের ব্যবধান। আশা করা হচ্ছে, বর্তমানে সরকার এ সমস্যার কার্যকর সমাধানে সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।