ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে কিউবায় মার্কিনীর বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১১
গুপ্তচরবৃত্তির অভিযোগে কিউবায় মার্কিনীর বিচার শুরু

হাভানা: কিউবায় গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের একজন নাগরিককে হাভানার আদালতে শুক্রবার হাজির করা হচ্ছে। খবর এএফপির।



এদিকে, ওই মার্কিনীকে মুক্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

২০০৯ সালের শেষ দিকে আটক অ্যালান গ্রোস (৬১) নামের ওই ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে বলে কিউবার বিচারক জানান। মূলত বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য দেশটির ইহুদি সম্প্রদায়ের মধ্যে মোবাইল ফোন এবং কম্পিউটার বিতরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, হাভানায় তার বিচার শুরুর আগেই গ্রোসকে নিঃশর্ত মুক্তি দেওয়াসহ, কিউবা ত্যাগ এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন ওয়াশিংটন থেকে আহ্বান জানানো হয়েছে।

হিলারি বলেন, ‘এটা তার পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক এবং যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। ’ হাভানার আদালতে গ্রোসের স্ত্রী জুডি এবং পারিবারিক আইনজীবীকে উপস্থিত হতে দেখা যায়। তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।

মূলত রাষ্ট্রের স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতার বিরোধী কর্মকাণ্ডের জন্য গ্রোসের বিরুদ্ধে মামলা করা হয় এবং তার বিচার কয়েকদিন ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।  

পাঁচজন বিচারকের একটি প্যানেল মামলার শুনানিতে উপস্থিত থাকবেন এবং রায় দেবেন। শুক্রবারের শুনানির পর শনিবারও বিচার প্রক্রিয়া চলবে। তবে রায়ের ফলাফল গ্রোসের পক্ষে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

কঠোর নিরাপত্তার মধ্যে এ মামলার শুনানি হবে বলে যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র চলতি সপ্তাহের প্রথমে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছিলেন।

এদিকে মামলা যত দিনই চলুক, এর ফলাফল এখনই অনুমান করা যাচ্ছে না বলে কিউবার আইন বিশেষজ্ঞরা জানান।

১৯৬১ সাল থেকে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনীতিক সম্পর্ক নেই। তবে আলোচনার চালিয়ে যেতে দুই দেশের রাজধানী থেকে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।