ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন চে গেভারার মোটরসাইকেল ভ্রমণসঙ্গী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১১
চলে গেলেন চে গেভারার মোটরসাইকেল ভ্রমণসঙ্গী

হাভানা: বিশ্বখ্যাত বিপ্লবী ও কিউবার কমিউনিস্ট বিপ্লবের নায়ক চে গেভারার মোটরসাইকেল ভ্রমণের সঙ্গী আলবার্তো গ্রানাদো শনিবার সকালে হাভানায় বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

কিউবার সরকারি টেলিভিশনে এ খবর সম্প্রচার করা হয়।

আলবার্তো গ্রানাদো ১৯২২ সালের ৮ আগস্ট আর্জেন্টিনার করডোবায় জন্মগ্রহণ করেন। শিশু বয়স থেকেই তিনি চে গেভারার বন্ধু। একসঙ্গে চিকিৎসাশাস্ত্রে পড়াশুনা করেছেন। চের আমন্ত্রণে তিনি ১৯৬১ সালে কিউবায় আসেন। এরপর আর তার আর্জেন্টিনায় ফিরে যাননি।

চে গেভারার ১৯৫৯ সালে কিউবার বিপ্লবে ফিদেল কাস্ত্রোর সঙ্গে অংশ নেন। ১৯৬৭ সালে আরেক বিপ্লবে নেতৃত্ব দেওয়ার সময় বলিভিয়ার র্দ্গুম জঙ্গলে চে গুয়েভারাকে হত্যা করা হয়।  

১৯৫১ সালের ডিসেম্বরে আলবার্তো গ্রানাদোকে সঙ্গে করেই চে মোটরসাইকেলে চড়ে লাতিন আমেরিকা ভ্রমণে বের হন। তখন চের বয়স ছিল ২৩ আর গ্রানাদোর ২৯। আট মাসব্যাপী এ ভ্রমণে তাদের ভেতরে সমাজ সচেতনতা ও রাজনৈতিক দীক্ষায়নের সূচনা হয়। ইতিহাসে দুই বন্ধুর এ ভ্রমণ অক্ষয়-অমর হয়ে আছে।

৫০০ সিসির একটি নর্টন মোটরসাইকেলে চড়ে দুই বন্ধু দক্ষিণ আমেরিকার ৫,০০০ মাইল পথ পাড়ি দেন। দীর্ঘ এই ভ্রমণ নিয়ে গ্রানাদো ‘ট্রাভেলিং উইথ চে গেভারা: দ্য মেকিং অব এ রেভল্যুশনারি’ নামের বইটি লেখেন। এর ওপর ভিত্তি করে সিনেমা নির্মিত হয়। এই ছবিতে আর্জেন্টিনার অভিনেতা রদ্রিগো দেলা সেরনা গ্রানাদোর চরিত্রে এবং গায়েল গারসিয়া বারনাল চের চরিত্রে অভিনয় করেন।

কিউবার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে জানানো হয়, গ্রানাদোর মরদেহ অন্তেষ্টিক্রিয়ার জন্য হাভানাতে রাখা হয়েছে। তাঁর শেষ ইচ্ছানুযায়ী গ্রানাদোকে দাহ করা হবে এবং দেহভস্ম  আর্জেন্টিনা, কিউবা এবং ভেনিজুয়েলায় ছিটিয়ে দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।