ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিন জাওয়াদে বিদ্রোহী-গাদ্দাফি সমর্থক সংঘর্ষ: নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১১
বিন জাওয়াদে বিদ্রোহী-গাদ্দাফি সমর্থক সংঘর্ষ: নিহত ৭

আজদাবিয়া: লিবিয়ার উপকূলীয় শহর বিন জাওয়াদে সোমবার বিদ্রোহী ও সরকার সমর্থকদের মধ্যকার সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।



এ সংঘর্ষে বিদ্রোহীদের হটিয়ে পুনরায় একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে সরকারি বাহিনী। এটা গাদ্দাফির নিজের জন্মশহর সিরতের কাছের একটি শহর।    

এদিকে, ত্রিপোলিতে সরকারের আলোচনার জন্য বিশেষ দূত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ।

এর আগে রোববার গাদ্দাফি বাহিনীর ট্যাংক থেকে ছোড়া গোলার বিস্ফোরণে পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় অসংখ্য লোক হতাহত হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, গাদ্দাফির স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করার জন্য জর্দানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদেলিলাহ আল খতিবকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘ।  

ব্রিটিশ মিশন গোপনে বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে এমন দাবি অবশ্য নাকচ করে দিয়েছেন বিদ্রোহীদের নেতা। আকিল আল ফারস নামের একজন বিদ্রোহী বলেন, ‘বিন জাওয়াদের সরকারি বাহিনীর উপর আমরা আবার আক্রমণ চালাবো। ’

এদিকে, রোববার সিএনএন জানিয়েছে, মিসরাতা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। একজন প্রত্যক্ষদর্শী এ তথ্য জানান। টেলিফোনে সিএনএনকে তিনি বলেন, ‘আমি শহরের মাঝখানে অবস্থান করছি। লোকজন বিজয়ের আনন্দে কোলাকুলি করছে। তারা গান গাচ্ছে, স্লোগান দিচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।