ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র হমলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ৭, ২০১১
মিশরে বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র হমলা

কায়রো: মিশরে সরকার বিরোধী উত্তাল আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর রোববার সশস্ত্র হামলা চালিয়েছে একদল সাদা পোশাকধারী লোক। তারা ছুরি নিয়ে কায়রোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এ হামলা চালায়।

খবর বিবিসির।

গত মাসে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর এ ধরনের হামলার ঘটনা এটাই প্রথম। বিক্ষোভকারীরা প্রতিরক্ষা খাতের সংস্কারের দাবি জানায়।

বিক্ষোভকারীদের একজন মোহাম্মাদ ফাহমি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সেনাবাহিনী আমাদের মিছিল ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে। ’ তিনি আরও বলেন,‘ আমাদের দৌড়ে পালাবারও পথ ছিল না। কেননা মিছিলের মধ্যে সাধারণ পোশাকের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ’

এদিকে, নতুন প্রধানমন্ত্রী এসাম শারাফ প্রতিরক্ষা ব্যবস্থা ও সরঞ্জাম সংস্কারের প্রতিশ্রুতি দেন। নির্বাচনের আগ পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভারও ঘোষণা দিয়েছেন।

এর আগে শারাফ তাহরির স্কয়ারে শুক্রবার বিক্ষোভকারীদের কাপুরুষ উল্লেখ করে বলেন, ‘এই সেনাবাহিনীই ভবিষ্যতে দেশের জনগণের সেবা করবে’।

তিনি দেশটির নতুন স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে মেজর জেনারেল মনসুর আল-ইসাও-এর নাম ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।