ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে ‘কট ইন মাইক্রো ডেট’-এর প্রিমিয়ার ১১ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১১
লন্ডনে ‘কট ইন মাইক্রো ডেট’-এর প্রিমিয়ার ১১ মার্চ

ঢাকা: গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘কট ইন মাইক্রো ডেট’ (ক্ষুদ্রঋণের ফাঁদে)-এর প্রিমিয়ার শো আগামী ১১ মার্চ লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। সিআইজে নামের একটি দাতব্য প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।



সিটি ইউনিভার্সিটিতে ‘অনুসন্ধানী চলচ্চিত্র সপ্তাহ’ নামের অনুষ্ঠানটি শুরু হয়েছে সোমবার। চলবে ১২ মার্চ পর্যন্ত।

প্রামাণ্যচিত্রটির পরিচালক ও প্রযোজক টম হাইনেমান। ইংরেজি ভাষার চলচ্চিত্রটির দৈর্ঘ্য ৫৭ মিনিট। টিকিটের মূল্য ৫ পাউন্ড (ব্রিটিশ মুদ্রা)। পুরো সপ্তাহের জন্য টিকিট মূল্য পড়বে ২০ পাউন্ড। এছাড়া দুই ধরনের টিকিটেই ছাড়ের ব্যবস্থা আছে।

এর আগে ‘কট ইন মাইক্রো ডেট’ নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শিত হয়। এরপর দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা নোবেল শান্তি পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক সমালোচনামূলক লেখালেখি হয়। সর্বশেষ দেশের একটি আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে অপসারিত করে।

চলচ্চিত্রটিতে ক্ষুদ্রঋণ ব্যবস্থা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্রটির এক স্থানে গ্রামীণ ব্যাংকের জন্য দাতাগোষ্ঠীর দেওয়া অর্থ অন্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরিয়ে ফেলার প্রামাণিক তথ্য দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।