ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় নতুন করে গাদ্দাফি বাহিনীর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ৮, ২০১১
লিবিয়ায় নতুন করে গাদ্দাফি বাহিনীর বিমান হামলা

রাসলানুফ: সহিংসতাপূর্ণ লিবিয়ায় মঙ্গলবার একটি যুদ্ধবিমান দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে রাসলানুফে হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক জানান।



যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পর মহাসড়কের চারপাশে ঘন ধোঁয়ায় ভরে যায়।

চার দশক ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির অপসারণের দাবিতে উত্তাল লিবিয়ার সক্রিয় বিক্ষোভকারীদের দখলে থাকা শহরের আট কিলোমিটার পূর্বে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়। এটি লিবিয়ার তেল সমৃদ্ধ শহর।

ওই প্রতিবেদক আরও জানান, রাসলানুফের মূল চেকপয়েন্টে আগের দিনগুলোর তুলনায় বিক্ষোভকরীর সংখ্যা কম ছিল।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।