ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনে নারী দিবসের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১১
ফিলিস্তিনে নারী দিবসের মিছিল

গাজা সিটি: ইসরায়েলি দখলদারিত্বের বন্ধের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবসে ফিলিস্তিনের নারীরা মঙ্গলবার বিভিন্ন শহরে মিছিল করেছে। একইসঙ্গে তারা জাতীয় ঐক্যেরও ডাক দেন।

খবর এএফপির।

গাজা সিটিতে প্রায় ৫০০ নারী মিছিলে অংশ নেয়। তাদের হাতে ফিলিস্তিনের পতাকা উড়তে দেখা যায়। নারীরা ফিলিস্তিনের রাজনৈতিকভাবে বিভক্ত দুটি দল হামাস ও ফাতাহর মধ্যে বিদ্যমান বিভেদ অবসানের আহ্বান জানান।

ফিলিস্তিনি নারীদের সমতা ও ন্যায়বিচারের দাবি জানিয়ে তারা অজ্ঞাত পরিচয় সেনা সমাধি থেকে পার্লামেন্ট ভবন পেরিয়ে গাজা উপত্যকায় জাতিসংঘের সদর দপ্তরে গিয়ে থামে। মিছিলে তারা স্লোগান দেয়, ‘বিভাজন নয়, জাতীয় ঐক্য চাই। ’

এদিকে, ইসরায়েলের রাজধানী তেল আবিবেও বেশ কয়েকটি নারী দিবসের মিছিল বের করা হয়।

ফিলিস্তিনের দক্ষিণে হেব্রনে নারী দিবসের মিছিলে প্রায় ১৫০ জন অংশ নেয়। তারাও ফিলিস্তিনের জাতীয় আন্দোলনের অবসান দাবি করে।

বাইত উমার ও রামাল্লা শহরে মিছিল অনুষ্ঠিত হয়। এসব স্থানে ইসরায়েলি দখলদারিত্বের দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।