ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে খ্রিস্টান-মুসলিম সহিংসতা: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১১
মিশরে খ্রিস্টান-মুসলিম সহিংসতা: নিহত ৬

কায়রো: মিশরের রাজধানী কায়রোতে ধর্মীয় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ছয়জন খ্রিস্টান ধর্মাবলম্বী নিহত এবং কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন। একজন মিশরীয় খ্রিস্টান ধর্মাবলম্বী বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।



স্থানীয় যাজক স্যামান ইব্রাহিম বলেন, ‘আমরা ছয়টি মৃতদেহ পেয়েছি। তাদের প্রত্যেকের শরীর গুলিবিদ্ধ ছিল’।

মিশরের মোকাত্তাম শহরের মুসলিম এবং খ্রিস্টান দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মঙ্গলবারের সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে। ওই দিন কমপক্ষে এক হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী বিক্ষোভ করে।

এদিকে, তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে স্থানীয় হাসপাতার কর্তৃপক্ষ এক ব্যক্তি নিহতের বিষয়ে নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।