ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

একই পরিবারের ৭ শিশু আগুনে পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১১
একই পরিবারের ৭ শিশু আগুনে পুড়ে ছাই

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গ্রামীণ একটি খামারবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের সাতটি শিশু নিহত হয়েছে। খবর এএফপি ও ফক্সনিউজের।



অগ্নিকাণ্ডের সময় তাদের মা গোয়ালঘরে গরুর দুধ দোয়াচ্ছিল এবং বাবা দুধবাহী ট্রাক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল।

কী কারণে আগুন লেগেছে তার এখনো জানা যায়নি। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পুলিশের সদস্য টমাস পিংকারটন জানান, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টায় এ ঘটনা ঘটে।

আগুন ছড়িয়ে পড়তে থাকলে ওই পরিবারের তিন বছর বয়সী একটি শিশু তার মাকে ডাকতে যায়। এতে সে, তার মা বেঁচে যায়। এর কিছু আগেই তার বাবা বাড়ি থেকে ট্রাক নিয়ে বের হয়ে যাওয়ায় তার বাবাও বেঁচে যান। ওই দম্পতির মোট আট সন্তান।

পিংকারটন বলেন, আতঙ্কগ্রস্ত মায়ের পক্ষে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। দাউ দাউ আগুনের লেলিহান শিখার কারণে ভবনের ভেতরে ঢোকার পরিস্থিতি ছিল না।

পাশের বাড়ি থেকে তার মা জরুরি বিভাগের কর্মীদের ফোন দিতে সক্ষম হলেও, দমকলকর্মীরা এসে দেখে বাড়িটি এরইমধ্যে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আগুনে পুড়ে নিহত শিশুদের বয়স ৭ মাস থেকে ১১ বছর। একমাত্র বেঁচে যাওয়া শিশুটির তিন বছর।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।