ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভে দুজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, মার্চ ৯, ২০১১
ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভে দুজন নিহত

সানা: ইয়েমেনে নতুন করে সরকার বিরোধী রক্তক্ষয়ী সংঘর্ষে বুধবার দুজন নিহত হয়েছে। সরকারি ডাক্তার ও কর্মকতাদের্র সূত্রে এ খবর জানানো হয়েছে।

খবর এএফপির।

দেশটিতে জানুয়ারির শেষ দিক থেকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।

একজন ডাক্তার বলছেন, পুলিশ রাজধানী সানায় বিশ্ববিদ্যালয়ের কাছে রাতভর চলা বিক্ষোভকারী ছাত্রদের ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ একজন ছাত্র পরে মারা যান।

এই বিশ্ববিদ্যালয়ই বিক্ষোভকারীদের প্রধানকেন্দ্র। বিক্ষোভকারীরা ৩২ বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগ দাবি করছে। সালেহ আলকায়েদা বিরোধী যুদ্ধে আমেরিকার একজন মিত্র হিসেবেও পরিচিত।

দারিদ্র্য পীড়িত উপজাতি অধ্যুষিত এই ুদ্র দেশটিতে সরকার বিরোধী রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ত্রিশ জন লোক নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মোতাহার রাশাদ আল-মাসরি বিক্ষোভকারীদের মৃত্যুর অস্বীকার করে বলেছেন,
কয়েকজনের গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি শুনেছেন এবং তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছে।

এএফপিকে তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের তিনজন এবং নিরাপত্তা বাহিনীর তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছে। তবে কেউ মারা যায়নি। ’

একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন, বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপে ১২ জন পুলিশ আহত হয়েছে।     

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।