ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়াতে তিন বিবিসি সাংবাদিক নির্যাতিত, পরে মুক্ত

আন্তর্জাকিব ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
লিবিয়াতে তিন বিবিসি সাংবাদিক নির্যাতিত, পরে মুক্ত

লন্ডন: অস্থির লিবিয়াতে আটক বিবিসির তিন সাংবাদিক সরকার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে সংবাদ সংস্থাটি।   ব্রিটিশ  কর্তৃপক্ষ একে লিবিয়ার গাদ্দাফি সরকারের নিপীড়নের জাজ্জ্বল্যমান প্রমাণ বলে বর্ণনা করেছে তারা।

খবর বিবিসির ।

বিবিসির এ তিন সাংবাদিককে জাবিয়া থেকে ৬ মাইল দক্ষিণের একটি চেকপয়েন্ট থেকে আটক করা  হয়। এ অঞ্চলে মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনারা বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, আটকের পর তাদের ত্রিপোলীতে সামরিক ব্যারাকে নেওয়া হয়। এখানে সেনা বাহিনী ও গোপন পুলিশ বাহিনীর হাতে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন তারা। ২১ ঘণ্টা আটকে রেখে তাদের ওপর নির্যাতন চালানো হয় বলে তারা অভিযোগ করেছেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে তারা লিবিয়া ত্যাগ করেছেন।

আটকদের মধ্যে আরবি প্রতিবেদক ফিলিস্তিনি বংশোদ্ভুত ফেরাস কিলানি বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক জেরেমি বাওয়েনকে বলেন, ‘তারা আমাকে লাঠি দিয়ে পিটিয়েছে, সেনাবাহিনীর লোকেরা বুট এবং হাঁটু দিয়ে আঘাত করেছে। ’

তিনি বলেন, ‘ আমার মনে হয়েছে তারা আমাকে চেনে। আর এখানে কী করছি তাও তারা জানে। তারা বিবিসির প্রতিবেদকদের ওপর নজরদারি করছে। ’

তার অপর দুই সঙ্গী ব্রিটিশ ক্রিস কব-স্মিথ এবং তুর্কি গকটে কোরালতানকেও একই ভাবে নির্যাতন করা হয়েছে বলে তিনি জানান।

ব্রিটেনের বৈদেশিক কার্যালয় (এফসিও) এ অবমাননাকর আটকের তীব্র নিন্দা জানিয়েছে। এফসিও এর মুখপাত্র বুধবার জানান, ‘পুরো বিষয়টি নিয়ে আমরা খুবই সজাগ রয়েছি। সাংবাদিকদের নিরাপদ মুক্তির বিষয়টি নিশ্চিত করতে বিবিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছি। ’

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।