ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন দালাই লামা

ধর্মশালা: ধর্মীয় নেতা দালাই লামা তার তিব্বতের নির্বাসিতদের আন্দোলনের রাজনৈতিক প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।



দালাই লামা বলেন, এখন সময় হয়েছে স্বাধীন নির্বাচনের মাধ্যমে অন্য কারও কাছে ক্ষমতা হস্তান্তরের।

ভারতের উত্তরাঞ্চলের একটি ধর্মশালায় দালাই লামা বলেন, নির্বাসিত তিব্বতিদের আসন্ন সংসদ অধিবেশনে তিনি এ পদ থেকে অব্যাহতির জন্য আবেদন জানাবেন ৷

তবে, দালাই লামার রাজনৈতিক পদ থেকে আগামী বছর সরে দাঁড়ানোর জন্য তাদের আইনে কোনো সংশোধন করতে হতে পারে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।