ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
চীনে ভূমিকম্পে নিহত ১৪

বেইজিং: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মিয়ানমার সীমান্তের এলাকার পাশে বৃহস্পতিবার ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত ও ১৩৫ জন আহত হয়েছে। খবর এএফপির।

স্থানীয় একজন কর্মকর্তা এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গ্রিনিচ সময় ০৪৫৮টায় ইউনান প্রদেশের পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে ২২৫ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল। আর এর গভীরতা ছিল ৩৪ কিলোমিটার। যদিও চীনের ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইউনানের স্থানীয় একজন কর্মকর্তা টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ পর্যন্ত ১৪টি মৃত পাওয়া গেছে। আহত হয়েছে ১৩৫ জন। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছিল আহত ব্যক্তির সংখ্যা দুই শতাধিক। তিনি আরও বলেন, ‘বহু ঘরবাড়ি ধসে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।