ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে সুনামিতে শত শত নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১১
জাপানে সুনামিতে শত শত নিহত

টোকিও: জাপানে রাজধানী টোকিওসহ বিভিন্ন শহরে শুক্রবার ভূমিকম্প, সুনামি, অগ্নিকা-ের ঘটনায় শত শত মানুষ নিহত হয়েছে। খবর কিয়োদো নিউজের।



শুক্রবার স্থানীয় সময় ২টা ৪৬ মিনিটে ভূমিকম্পের ঘটনায় ৩৩ ফুট উচ্চতার সুনামির (জলোচ্ছ্বাস) সুনামির রাজধানীসহ লাখ লাখ আটকা পড়েছেন। জাপানের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ১৯২৩ সালের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে ছাড়িয়ে গেছে। সেই ঘটনায় এক লাখেরও বেশি মানুষ নিহত হয়।

জাপানে সুনামির আঘাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিয়াগির প্রশাসনিক অঞ্চলের পুলিশ জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পের পর থেকে ২০০ থেকে ৩০০টি মৃতদেহ পাওয়া গেছে।

এর আগে জানানো হয়েছিল, রিখটার স্কেলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট ভয়াবহ সুনামিতে ৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির সরকারি টেলিভিশন এএইচকে এ তথ্য সম্প্রচার করেছে। খবর এএফপির।

এছাড়া অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে। জাপানের সংবাদ সংস্থা কিয়োদো নিউজ এ তথ্য জানায়।

ন্যাশনাল পুলিশ এজেন্সি ও স্থানীয় কর্মকর্তারা জানান, ইওয়েত এলাকায় ভূমিকম্পে ২৬ জন নিহত হয়েছে। এছাড়া ফুকুশিমা, মিয়াগি, টোকিও, ইবারাকি, চিবা, কানাগাওয়া ও তোচিগি অঞ্চলে হতাহতের খবর পাওয়া গেছে। তাকাহাগি শহরে একটি ভবনের ছাদ ধসে পড়ে একজন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। কারণ অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে।

কিয়োদো নিউজ জানিয়েছে, ৮০টিরও বেশি স্থানে আগুন ধরেছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি পরমাণু চুল্লি রয়েছে। তবে জাপানেরে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, পরমাণু চুল্লিতে আগুন লাগলেও তেজষ্ক্রিয় পদার্থের বিকিরণ হবে না।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।