ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে সুনামিতে যাত্রীবাহী ট্রেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১১
জাপানে সুনামিতে যাত্রীবাহী ট্রেন নিখোঁজ

টোকিও: জাপানে ভয়াবহ সুনামির ধ্বংসযজ্ঞে একটি যাত্রীবাহী ট্রেন নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জাপানি বার্তা সংস্থা কিয়োদো নিউজে এ খবর বেরিয়েছে।



ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে, ট্রেনটি সেন্দাই থেকে ইশিনোমাকি শহর দুটির মধ্যে চলাচল করে। নিখোঁজ হওয়ার সময় ট্রেনটি নবিরু স্টেশনে কাছে সেনসেকি লাইন ধরে চলছিল।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ফুট উচ্চতার ভয়াবহ সুনামির ঘটনায় এ পর্যন্ত ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।