ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাতিন আমেরিকায় সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১১
লাতিন আমেরিকায় সুনামি সতর্কতা জারি

সান্তিয়াগো: লাতিন আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপির।



জাপানে আঘাত হানা শক্তিশালী সুনামির পর উপকূলীয় এলাকা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লোকজনকে শুক্রবার সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ইকুয়েডর। ইকুয়েডর আগেভাগেই এরকম ব্যবস্থা নিল।

ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল করেয়া সুনামিকে ‘আসন্ন হুমকি’ বিবেচনা করেই উপকূলীয় এলাকায় আগাম উদ্ধার তৎপরতার আদেশ দিয়েছেন। ইকুয়েডরের পাশের দেশ কলম্বিয়া বলেছে, কর্তৃপক্ষ সমুদ্রের ঢেউ পর্যবেক্ষণ করছে।

চিলিতে ২০১০ সালের ফেব্রুয়ারিতে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি লোকজনকে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে বলেছেন।

মেক্সিকোর কর্তৃপক্ষ বলছে, সুনামির প্রথম ঢেউ ক্যালিফোর্নিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জলে শুক্রবার গ্রিনিচ সময় ১০টায় আঘাত হানতে পারে।      

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, হন্ডুরাসও সুনামির সতর্কতা জারি করেছে। পেরুতেও সুনামি আঘাত হানতে পারে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।