ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তেলের শহর পুনর্দখলে নিল গাদ্দাফি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১১
তেলের শহর পুনর্দখলে নিল গাদ্দাফি বাহিনী

আজদাবিয়া: লিবিয়ায় গাদ্দাফির সমর্থক যোদ্ধারা শুক্রবার তেলের শহর রাসলানুফ দখলে নিয়েছে। একইসঙ্গে ওই অঞ্চল থেকে বিদ্রোহীদের সরিয়ে দেওয়া হয়েছে।

খবর এএফপির।

এদিকে, সরকার বিরোধী যোদ্ধারাও রাসলানুফে গাদ্দাফির বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে এবং পাল্টা আক্রমণ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।

একদিন আগেও রাসলানুফে ভয়াবহ সংঘর্ষ হচ্ছিল। বিদ্রোহীরা একজন এএফপির প্রতিবেদককে সেখানে না যাওয়ার জন্য বলে। সুতরাং সরকারি বাহিনী অগ্রসর হচ্ছে কি না তা অস্পষ্ট।

কান্তিতে অবসাদগ্রস্ত ওড়না দিয়ে মুখ ঢাকা সালিম আবদেল রহমান নামের একজন তরুণ যোদ্ধা বিমান বিধ্বংসী অস্ত্র বহনকারী একটি পিকআপ চালান। তিনি বলেন, ‘আমরা জানি না রাসলানুফে আসলে কী ঘটছে। তবে শুনেছি সেখানে যুদ্ধ চলছে। সালিম আরও বলেন, ‘সুতরাং আমরা সেখানে যুদ্ধ করতে যাচ্ছি, জিততে যাচ্ছি। ’

একজন বিদ্রোহী নেতা দাবি করেন, ‘আমাদের সেনারা রাসলানুফের পুনর্দখল নিয়েছে। কিন্তু মেডিকেলের একজন ছাত্র যার সঙ্গে ওখানকার যোদ্ধাদের যোগাযোগ হয়েছে তিনি বলেন, ‘বিদ্রোহীরা সেখানে চরমভাবে গোলাগুলির মুখোমুখি হয়েছে এবং প্রাণ হারিয়েছে। ’

আরেকজন চিকিৎসক ব্রেগা শহর থেকে এএফপিকে বলেন, মৃতের সংখ্যা ১০ জন এবং আহত হয়েছে এক ডজন। এই সংখ্যা আরও বাড়বে বলে তিনি বলেন। তিনি আরও বলেন, ‘সেনারা রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে। রাসলানুফে অ্যাম্বুলেন্স ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। সরকারি বাহিনী  রাসলানুফে বৃহস্পতিবার গুলি করে বিদ্রোহীদেরকে হটিয়ে দিয়েছে। ’ এক সপ্তাহ আগে বিদ্রোহীরা এই শহরের দখল নিয়েছিল।   কিন্তু ওই বিদ্রোহী নেতা দাবি করেন, ‘আমাদের সেনারা সেখানে রাতভর পাল্টা আক্রমণ চালিয়েছে। ’

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, গাদ্দাফি সমর্থিত বাহিনী বৃহস্পতিবার রাসলানুফের দখল নিয়েছে। এএফপি সাংবাদিকের বরাত দিয়ে টেলিভিশনে বিদ্রোহীদের পিছু হটার বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।