ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টোকিওর লাখ লাখ মানুষের ঘরে ফেরা অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১১
টোকিওর লাখ লাখ মানুষের ঘরে ফেরা অনিশ্চিত

টোকিও: সুনামি আক্রান্ত জাপানে রাজধানী টোকিওর সব পাতালপথ (সাবওয়ে) বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ আটকা পড়ে আছেন। শুক্রবার বিকেলে সুনামি আঘাত হানার পরপরই পুরো সাবওয়ে ব্যবস্থা বিকল হয়ে যায়।

খবর এএফপির।

অসংখ্য শ্রমিক তাদের কর্মস্থল থেকে পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছেন। কিন্তু মোবাইল ফোনে অতিরিক্তি কলের চাপ থাকায় কোনো কল ফরোয়ার্ড হচ্ছে না।   তারা কে কোথায় আটকা পড়ে আছেন তা পরিবারকে জানাতে বা পরিবারের কোনো খোঁজ নিতে পারছেন না।

এখন টোকিওজুড়ে শুধু সাইরেনের তীব্র আওয়াজ। মাথার ওপর চক্কর দিচ্ছে উদ্ধারকারী হেলিকপ্টার। আতঙ্কিত মানুষ শহরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৪ ঘণ্টার খাবারের দোকানগুলোতে আশ্রয় নিয়েছে। সে সব দোকানের সব খাবার ইতিমধ্যে শেষ হয়ে গেছে।

গিনজা পাতালপথ স্টেশনের বাইরে অপেক্ষারত এক তরুণী বলেন, ‘আমি জানি না কীভাবে বাড়ি ফিরতে পারব। তিনি বলেন, ‘টেলিফোন লাইনগুলো কাজ করছে না। পাতালপথগুলো পুরোপুরি বন্ধ। আমার মনে হয় এই মুহূর্তে টোকির অবস্থা সবচেয়ে নাজুক। ’

এদিকে, সরকারের পক্ষ থেকে লোকজনকে লাউড স্পিকারে এবং টেলিভিশনে সতর্ক করা হচ্ছে। নিজ নিজ কর্মক্ষেত্র ছেড়ে কেউ যেন বেশি দূরে না যায় এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে শহরের মহাসড়কগুলিতে উপচে পড়া ভিড় আর হোটেলগুলিতে কোনো রুম খালি নেই।

অন্ধকার নেমে আসায় বাইরে বের হওয়া আরো বিপজ্জনক হয়ে উঠেছে। মানুষ ঘরে ফিরতে পাবে না কি না তা নিয়ে চরম উদ্বিগ্ন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।