ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে পরমাণু চুল্লিতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১১
জাপানে পরমাণু চুল্লিতে বিস্ফোরণ

মিনামিসোমা: জাপানের একটি পরমাণু চুল্লিতে শনিবার ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার দেশটিতে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ১,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর এএফপি ও বিবিসির।

ফুকুশিমা অঞ্চলের ওই চুল্লি থেকে বিস্ফোরণের পর ব্যাপক ধোঁয়ার কু-লি দেখা যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

পরমাণু স্থাপনার বাইরে তেজষ্ক্রিয় পদার্থ পাওয়ার পর সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন এর একটি চুল্লি গলে যাবে। সুনামির পর ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে সরকার। সুনামিতে শত শত মানুষ নিখোঁজ রয়েছে।

এদিকে, বিশ্বের দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ফুকুশিমা পরমাণু চুল্লি-১ ও চুল্লি-২-এর জরুরিঅব অবস্থা ঘোষণা করেছেন। প্রকৌশলীরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন এর একটি চুল্লি গলে গেছে কি না।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।