ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতি কারজাই

আমাদের ভূমিতে যুদ্ধাভিযান বন্ধ করুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১১
আমাদের ভূমিতে যুদ্ধাভিযান বন্ধ করুন

আসাদাবাদ: আফগানিস্তানের ভূমিতে আপনাদের যুদ্ধাভিযান বন্ধ করুন। দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই আন্তর্জাতিক সেনা বাহিনী ন্যাটোর উদ্দেশে শনিবার আহ্বান জানান।



কারজাই আরও বলেন, ‘আমি কোনো ঔদ্ধত্য না দেখিয়েই ন্যাটো ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে সম্মান রেখেই বলছি, আমাদের মাটিতে আপনাদের যুদ্ধাভিযান বন্ধ করুন। ’

ন্যাটো বাহিনীর বিমান হামলায় কারজাইয়ের আত্মীয় নয়টি শিশু নিহত হওয়ার প্রেক্ষিতে কুনাই প্রদেশে সফরের সময় তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের সীমান্ত এলাকার প্রতি ইঙ্গি করে তিনি বলেন, ‘ন্যাটোর যুদ্ধ যদি আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে হয়, তবে সেখানে গিয়েই করুক, যেখানে সন্ত্রাসী তৎপরতা চলছে। আমরা সবাই জানি, সন্ত্রাসীরা কোথায় আছে। ’

কারজাই আরও বলেন, ‘আমরা খুব সহনশীল জাতি। কিন্তু এখন আমাদের ধৈয্যের বাঁধ ভেঙে গেছে। ’

কুনাই প্রদেশে নিহত হওয়ায় ঘটনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, আফগানিস্তান সফরের সময় সোমবার কারজাইয়ের কাছে তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।