ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটেনি: জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১১
পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটেনি: জাপান

টোকিও: জাপানের ফুকুশিমার এক নম্বর পরমাণু চুল্লিতে কোনো বিস্ফোরণ ঘটেনি বলে নিশ্চিত করেছেন সরকারের মুখপাত্র ইউকিও এদানো। খবর কিয়োদো নিউজের।



মন্ত্রিসভার প্রধান সচিবও জরুরি একটি সংবাদ সম্মেলনে বলেন, ওই পরমাণু চুল্লির পরিচালনাকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে।

এদানো বলেন, স্থানীয় সময় ৩টা ৩৬ মিনিটের বিস্ফোরণে ওই পরমাণু চুল্লিটির কনটেইনারের চারপাশে থাকা দেয়াল ও ছাদ উড়ে গেছে। তবে চুল্লিটি অক্ষত রয়েছে।

কর্তৃপক্ষ লোকজন সরিয়ে নেওয়া এলাকার পরিধি ২০ কিলোমিটার পর্যন্ত নির্ধারণ করেছে। এর আগে বলা হয়েছিল, চুল্লিটির চারপাশে থাকা ১০ বর্গ কিলোমিটার এলাকার লোকজনকে সরিয়ে নিতে হবে।

শুক্রবার জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পের পর ৩১ ফুট উচ্চতার সুনামি সৃষ্টি হয়। ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি দেশটির ইতিহাসে প্রথম।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।