ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১১
জাপানের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়

নিউইয়র্ক: ইতিহাসের ভয়াবহতম সুনামি ও ভূমিকম্প আঘাত হানার পর জাপানের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে বিভিন্ন উদ্ধারকারী দল পাঠানো শুরু হয়েছে। খবর রয়টার্সের।



জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত অফিস (ওসিএইচএ)-এর মুখপাত্র এলিসাবেথ বারস বলেন, ‘বিপর্যয় মোকাবিলায় আমরা ৯ জন বিশেষজ্ঞকে সেখানে (জাপানে) পাঠাচ্ছি। তারা জাপানি সরকারের সঙ্গে প্রয়োজন ও সমন্বয়ের ব্যাপারে কাজ করবে। ’

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকারী এই দলে রয়েছেন পরিবেশ বিশেষজ্ঞসহ জাপানের কয়েকজন প্রতিনিধি।

শুক্রবার রাতে জাতিসংঘ ঘোষণা দেয়, চারটি বিদেশি অনুসন্ধান ও উদ্ধারকারী দল জাপানের পথে রয়েছে। দলগুলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের।

সিঙ্গাপুরও জাপানে আরেকটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে। শনিবার বারস জানান, সুইজারল্যান্ড চিকিৎসা ও উদ্ধারকারী  ২৫ জনের একটি দল পাঠাচ্ছে। জাপানের কাছ থেকে অনুরোধ পাওয়ার ব্রিটেনও সহায়তাকারী দল পাঠাচ্ছে।

ব্রিটেন জানিয়েছে, ৬৩ সদস্যের অনুসন্ধান ও উদ্ধারকারী একটি দল পাঠাচ্ছে। এই দলের সঙ্গে দুটি কুকুরও আছে। এছাড়া ভারি বস্তু উত্তোলন ও কাটার সরঞ্জাম থাকছে দলের সঙ্গে। সরঞ্জামগুলোর ওজন ১১ টন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।