ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে নতুন করে সহিংসতায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১
ইয়েমেনে নতুন করে সহিংসতায় নিহত ৫

সানা: ইয়েমেনে নতুন করে সরকার বিরোধী আন্দোলনে শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভে অংশ নেওয়া ৫ জন নিহত হয়েছে। এতে অন্তত ৩০ জন বিক্ষোভকারী আহত হয়।

খবর এএফপির।

দুইজন ডাক্তার বার্তা সংস্থা  এএফপিকে জানান, পুলিশ বিক্ষোভকারীদের প্রতি আত্মসমর্পণ করার জন্য চাপ দেয় এবং তাদের ওপর গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

তারা বলেন, গত ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান করা বিক্ষোভকরীদের শিবিরে পুলিশ হামলা চালায়।  

ডাক্তার এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইয়েমেনের দণি-পূর্বাঞ্চলের মুকালা শহরে ছাত্ররা বিক্ষোভ করার সময় পুলিশের গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইয়েমেনে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারি বাহিনীর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ইয়েমেনে সহিংসতায় বিক্ষোভকরীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে, ১৯৭৮ সাল থেকে ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা আঁকড়ে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।