ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে আরেকটি পরমাণু চুল্লিতে বিস্ফোরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১
জাপানে আরেকটি পরমাণু চুল্লিতে বিস্ফোরণ

টোকিও: জাপানে শুক্রবারের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে সোমবার আরও একটি পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটেছে।

পারমাণবিক নিরাপত্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা কিয়োদো জানায়, চুল্লির ভেতর বিপুল পরিমান হাইড্রোজেন জমা হওয়ায় এই বিস্ফোরণ ঘটেছে।



টিভি ফুটেজে দেখা যায়, ফুকুশিমার ৩ নং পারমাণবিক চুল্লি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে।

এর আগে শনিবার ফুকুশিমার ১ ও ২ নং পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটে।

সেদিনই ফুকুশিমা-১ ও ২ পরমাণু কেন্দ্রের আশপাশের ১০ বর্গ কিলোমিটার এলাকায় নিরাপত্তার জন্য খালি করার নির্দেশসহ পরমাণু সতর্কতা জারি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণের পর জাপান এখন উচ্চমাত্রার পারমাণবিক ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘন্টা, সোমবার, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।