ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় নো ফ্লাই জোন নিয়ে জি-৮ বসেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১
লিবিয়ায় নো ফ্লাই জোন নিয়ে জি-৮ বসেছে

প্যারিস: লিবিয়ার ওপর নো ফ্লাই জোন (বিমান উড্ডয়ন নিষিদ্ধ) আরোপের ব্যাপারে বিশ্বের আট দেশের সমন্বয়ে গঠিত জোট জি-৮-এর নেতারা সোমবার প্যারিসে আলোচনা শুরু করেছেন। খবর এএফপির।



এদিকে, গাদ্দাফির অনুগত সেনাবাহিনী বিদ্রোহীদের ভয়াবহ বিরুদ্ধে ভয়াবহ হামলা শুরু করেছে। বিদ্রোহীদের দখলে থাকা আজদাবিয়া শহরের এ হামলা নতুন করে শুরু করে গাদ্দাফির বাহিনী।

বৈঠক আয়োজক ফ্রান্সসহ আটটি শক্তিধর দেশ নো ফ্লাই জোন আরোপের চেষ্টা করছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলেঁ জুপে এ ব্যাপারে সম্মতি আদায়ের দৃঢ়তার ব্যক্ত করেছেন। এ ব্যাপারে আরব লীগের সদস্য ২২টি দেশেরও সমর্থন রয়েছে।

ব্রিটেন ও ফ্রান্স গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশ দুটি একটি খসড়া প্রস্তাব উত্থাপন করবে বলে জানা গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন প্যারিসে রাশিয়া, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেছেন। কিনটন জানিয়েছেন, নো ফাই জোনের পরিকল্পনা ন্যাটোর কাছে মঙ্গলবার উপস্থিত করা হবে। এর মধ্যে ফ্রান্স তার প্রস্তাব রেখে জানিয়েছে, গাদ্দাফি তার দেশের লোকজনের ওপর যুদ্ধবিমান দিয়ে হামলা করলে পাল্টা হামলা চালানো হবে।

এদিকে, নিরাপত্তা পরিষদের সদস্য চীন লিবিয়ায় নো ফাই জোন আরোপের তীব্র বিরোধিতা করে আসছে। দেশটি জি-৮-এর সদস্য নয়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।