ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় নিষিদ্ধ গাদ্দাফি ও তার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১
রাশিয়ায় নিষিদ্ধ গাদ্দাফি ও তার পরিবার

মস্কো: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি, তার পরিবারের কয়েকজন সদস্য, বিদ্রোহীদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের অর্থ ও আর্থিক সব প্রকল্প বাজেয়াপ্ত এবং রাশিয়ায় তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে  প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। খবর এএফপির।



নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে গাদ্দাফি ও শিশুসহ ১৫ জন রয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের জারি করা নিষেধাজ্ঞায় রাশিয়ায় তাদের প্রবেশ ও সম্পদ স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মেদভেদেভ লিবিয়ার সঙ্গে করা অস্ত্র রপ্তানি চুক্তি বাতিল করে। সোমবার প্রকাশিত বিবৃতিতে নিষেধাজ্ঞার ব্যাপারে বলা হয়েছে, ত্রিপোলির কাছে পণ্যসামগ্রি ও বিভিন্ন সেবাও বাতিল করেছে মেদভেদেভ।

মেদভেদেভের জারি করা নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ‘কোনো অর্থ, আর্থিক সম্পদ রাশিয়ার ভূখ- থেকে এসব ব্যক্তিদের কাছে হস্তান্তর করা যাবে না। ’ এ নিষেধাজ্ঞার আওতায় তার সাত ছেলেমেয়ের মধ্যে চারজন  রয়েছে। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশি গোয়েন্দা বিভাগের প্রধানও রয়েছে এর মধ্যে।

নিষেধাজ্ঞা বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়া থেকে আসা বা লিবিয়াগামী যে কোনো মালবাহী যানের তল্লাশি করার এখতিয়ার রাখে রাশিয়া, ক্রেমলিন দেখবে মালবাহী যানে নিষিদ্ধ কোনো দ্রব্য আছে কি না। ’

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।