ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে দেখা করছেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১
লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে দেখা করছেন হিলারি

প্যারিস: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন লিবিয়ার বিরোধীদের গঠিত জাতীয় পরিষদের সদস্যদের সঙ্গে সোমবার সাক্ষাৎ করছেন। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

খবর এএফপির।

প্যারিসে কিনটন ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান, ইতালি, জার্মানি ও কানাডার (জি-৮) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন। সোমবার ও মঙ্গলবার দুই ব্যাপী লিবিয়ার ওপর নো ফাই জোন আরোপের ব্যাপারে এ আলোচনা চলবে। এরইমধ্যে ফ্রান্স বিরোধীদের গঠিত জাতীয় পরিষদকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

জি-৮ লিবিয়ায় ন্যাটোর সহায়তায় হস্তক্ষেপের পদক্ষেপ নিতে যাচ্ছে। ফ্রান্স এরইমধ্যে এ ব্যাপারে খোলাখুলি হস্তক্ষেপের পক্ষে মত প্রকাশ করেছে।

জি-৮-এর সদস্য না হলেও চীন ও তুরস্ক এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আসছে।

তবে ফ্রান্স যুক্তি তুলে ধরে বলছে, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের ওপর যুদ্ধবিমান দিয়ে হামলা চালালে পাল্টা হামলা চালানো দরকার।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।