ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার বিক্ষোভকারীদের সহায়তার প্রস্তাব ক্লিনটনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১
লিবিয়ার বিক্ষোভকারীদের সহায়তার প্রস্তাব ক্লিনটনের

প্যারিস: সহিংসতাপূর্ণ লিবিয়ার গাদ্দাফি সরকার বিরোধী বিক্ষোভকারীদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সোমবার প্যারিসে লিবিয়ার বিরোধীদলের একজন নেতার সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।



উচ্চ পর্যায়ের এই বৈঠকে হিলারি, বিরোধীদের দখল করা শহরগুলো একে একে গাদ্দাফি বাহিনী দখল করে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এসময় তিনি সামরিক সহায়তার প্রস্তাব দেন ওই নেতাকে।

ক্লিনটনের সহকারি ফিলিপ রেইনেস সাংবাদিকদের বলেন, লিবিয়ার সংকট নিরসনে এবং গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলনরত সাধারণ মানুষকে কিভাবে সহায়তা করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে লিবিয়ার ওপর নো ফাই জোন (বিমান উড্ডয়ন নিষিদ্ধ) আরোপের ব্যাপারে বিশ্বের আট দেশের সমন্বয়ে গঠিত জোট জি-৮-এর নেতারা সোমবার প্যারিসে আলোচনা শুরু হয়েছে।

এরআগে, নো ফাই জোন আরোপের জন্য জাতিসংঘের কাছে শনিবার দাবি জানিয়েছে আরব লীগ।

উল্লেখ্য, চার দশক ক্ষমতা আকঁড়ে থাকা গাদ্দাফির অপসারনের দাবিতে মাসব্যাপী আন্দোলন করছে বিক্ষোভকারীরা।


বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।