ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলা: ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১
আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলা: ৮ পুলিশ নিহত

গৌহাটি: নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে ভারতের বিচ্ছিন্নতাবাতী দুটি সংগঠনের পৃথক হামলায় আসামে আটজন নিহত ও ১০ জন হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।



হামলাটি দুটি হয়েছে গৌহাটি ও গৌহাটি থেকে ২২০ কিলোমিটার দূরে কোকরাঝর জেলায়। প্রথম হামলাটি গৌহাটিতে ক্ষমতাসীন দল কংগ্রেসের কার্যালয়ে চালানো হয়।

গৌহাটিতে বোমা হামলা চালায় উলফা এবং কোকরাঝরে পুলিশের ওপর গুলি ছোড়ে এনডিএএফপি। এতে আটজন পুলিশ নিহত হয়।

আদিবাসী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো চা ও তেল সমৃদ্ধ আসামের স্বাধীনতার জন্য লড়াই করে আসছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।