ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া নিয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জি-৮ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১
লিবিয়া নিয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জি-৮ বৈঠক

প্যারিস: লিবিয়ায় সামরিক অভিযান বা নো ফাই জোনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই মঙ্গলবার ফ্রান্সে শেষ হলো ক্ষমতাধর দেশগুলোর জোট জি-৮-এর বৈঠক। খবর এএফপির।



বৈঠক শেষে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলেঁ জুপে সাংবাদিকদের জানান, লিবিয়ায় সামরিক অভিযান পরিচালনার বিষয়ে জি-৮ নেতারা বিভক্ত হয়ে পড়েছেন।

নো ফাই জোন (বিমান উড্ডয়ন নিষিদ্ধ) আরোপের ব্যাপারে বিশ্বের আট দেশের সমন্বয়ে গঠিত জোট জি-৮-এর নেতারা সোমবার প্যারিসে আলোচনা শুরু করেন। জুপে বলেন, ‘আমি তাদের সফলভাবে বোঝাতে পারিনি। ’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন প্যারিসে রাশিয়া, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেন। গাদ্দাফি তার দেশের লোকজনের ওপর যুদ্ধবিমান দিয়ে হামলা করলে ফ্রান্স পাল্টা হামলা চালানোর  প্রস্তাব রাখে।

বৈঠক আয়োজক ফ্রান্স লিবিয়ায় নো ফাই জোন আরোপের চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।