ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় বিদেশি শক্তির প্রবেশ ঠিক হবে না: ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১
লিবিয়ায় বিদেশি শক্তির প্রবেশ ঠিক হবে না: ইতালি

রোম: ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংকো ফ্রাত্তিনি বুধবার লিবিয়ার ব্যাপারে বিদেশি শক্তিগুলোকে সতর্ক করে বলেছেন, লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করা ঠিক হবে না। লিবিয়ার পূর্বাঞ্চল গাদ্দাফি বাহিনীর পুনর্দখলে চলে গেছে বলেও তিনি জানান।

খবর এএফপির।

ইতালির পার্লামেন্টারি কমিটিকে ফ্রাত্তিনি বলেন, লিবিয়ায় কোনো যুদ্ধ হচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি বলেন, ‘আমার মতে, তাদের উচিৎ হবে না সেখানে সামরিক হস্তক্ষেপ করা। ’
 
তিনি আরও বলেন, ‘সেখানে  ‘নো ফাই জোন’ আরোপের ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছানো ঠিক হবে না।         
ইতালি লিবিয়ার বিপক্ষের কোনো জোটে যোগ দেবে না জানিয়ে তিনি বলেন, ইউরোপ বিভক্ত, জি-৮ বিভক্ত, ন্যাটো বিভক্ত।

ফ্রাত্তিনি বলেন, ইতালি লিবিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। অন্যাদেরও তাই করা উচিৎ। তিনি বলেন, লিবিয়ার ব্যাপারে পশ্চিমাদের অবস্থান চীনের জন্য প্রচুর আর্থিক সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘আমরা তেলের পাইপ বন্ধ করে দিয়েছি। আমি জানি না, অন্যরাও তাই করেছে কি না। চীনের জন্য একটা বিশাল অঞ্চল উম্মোচিত হলো। ’

লিবিয়ারে ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ, এবং আফ্রিকান ইউনিয়ন সাত দিনের মধ্যে সম্মেলনে বসবে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।