ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসআই-সিআইএ’র গোপন চুক্তিতে মুক্তি পেলেন রেমন্ড ডেভিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১
আইএসআই-সিআইএ’র গোপন চুক্তিতে মুক্তি পেলেন রেমন্ড ডেভিস

ইসলামাবাদ: গণমাধ্যমের খবরে বৃহস্পতিবার জানা গেছে যে, পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সিআইএ’র মধ্যে সম্পাদিত এক গোপন চুক্তি অনুযায়ী মুক্তি দেয়া হয়েছে মার্কিন নিরাপত্তা ঠিকাদার রেমন্ড ডেভিসকে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস থেকে অবশ্য এ ব্যাপারে কোন মন্তব্য করা হয় নি।



বৃহস্পতিবার পাকিস্তানের পত্রিকা ডনের খবরে বলা হয়, রেমন্ড ডেভিসের মুক্তি নিয়ে দুই দেশের মধ্যে প্রচুর লেনদেন হয়েছে, বিশেষ করে দুই দেশের নিরাপত্তা বাহিনীর  মধ্যে।

পত্রিকাটির খবরে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আশফাক কায়ানি এবং মার্কিন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ওমানের এক নির্জন সমুদ্র  রিসোর্টে  ফেব্রুয়ারি মাসে এই নিষ্পত্তির আলোচনা শুরু হয়।  

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশেই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয় বলে পত্রিকাটিতে উল্লেখ করা হয়।            

রেমন্ডের বিরুদ্ধে অভিযোগ, তিনি লাহোরে বিনা উস্কানিতে দুইজন পাকিস্তানি নাগরিককে গুলি করে খুন করেছেন।

এর আগে বুধবার লাহোরের একটি আদালত মার্কিন কর্মকর্তা রেমন্ড ডেভিসকে মুক্তি দেয়।

আদালত জানায়, ‘ক্ষতিগ্রস্ত দুই ব্যক্তির পরিবারের সদস্যরা আদালতে হাজির হয়ে তাকে (রেমন্ড) মা দিয়েছেন। ’ এর আগে রেমন্ড দুই পরিবারের সদস্যদেরকে আর্থিক ক্ষতিপূরণ (ব্লাড মানি অথবা দিয়ত)  দেয়ার পর তারা আদালতের কাছে তাঁর মুক্তি কামনা করেন।    

ইসলামী শরিয়াতে কারো হাতে কেউ খুন হলে আর্থিক ক্ষতিপূরণ দিলে তাকে ক্ষমা করে দেয়া যায়। এটাকে বলে দিয়ত-হত্যার ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার-পরিজন/ নিকট আত্মীয়কে দেয় টাকা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১৭,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।