ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় হামলার সিদ্ধান্ত জাতিসংঘে অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১
লিবিয়ায় হামলার সিদ্ধান্ত জাতিসংঘে অনুমোদন

নিউইয়র্ক: লিবিয়ার ওপর নো ফ্লাই জোন আরোপসহ লিবিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব অনুমোদন করেছে। খবর বিবিসির।



লিবিয়ায় কী ধরনের হামলা হবে, কবে হবে তা জানা যায়নি। তবে ফ্রান্স বলছে, শিগগির হামলা চালানো হবে। একইসঙ্গে মনে হচ্ছে, লিবিয়ার ওপর সামরিক হামলা পরিচালিত হবে।

জাতিসংঘের এই ঘোষণার পর বিদ্রোহীদের দখলে থাকা লিবিয়ার বেনগাজিতে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। তবে লিবিয়ার এক সরকারি মুখপাত্র জাতিসংঘের এই ধরনের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে।

কর্নেল গাদ্দাফির সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলে থাকা কয়েকটি শহর সম্প্রতি দখল করে নিয়েছে। লিবিয়ার সরকারি বাহিনী বেনগাজি পুনরুদ্ধারে সর্বাত্মক হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

এদিকে, জাতিসংঘের এই অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্স এবং ব্রিটিশ নেতৃবৃন্দকে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

তারা বলেছেন লিবিয়াকে অবশ্যই জাতিসংঘের এই অনুমোদন মেনে নিতে হবে।

মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে এই হামলার সঙ্গে যুক্ত হবে না। ফ্রান্স, ব্রিটেন এবং কয়েকটি আরব রাষ্ট্রেও সমন্বয়ে প্রথম সামরিক আক্রমণ চালানো হতে পারে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, “আমি আশা করছি সংকট উত্তরণে গৃহীত এই প্রস্তাবের উপর খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ”

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।